সর্বশেষঃ

মনের মুকুরে ভাসে

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

সেই মুখ খানি আমার বার বার
মনের মুকুরে ভাসে,
সারা পথে আমি একটু ভুলিনি
বার বার মনে আসে।

কিবা নাম ওর কোথা বাড়ী ঘর
কোথা থাকে, কি করে,
একা থাকে, না-মা আছে কাছে
বৌ আছে ওর ঘরে।

যেন নব বসন্তের কৃষ্ণ চূড়ার
প্রথম মঞ্জুরি
মাধবী লতার কুঞ্জে কুঞ্জে
উঠেছে গুঞ্জুরি।

মৃদু-মৃদু হাসি, চুরি চুরি চাওয়া
লুকোচুরি করে চায়,
সারা পথে আমি একটু ভুলিনি
ভোলা ওরে নাহি যায়।

মনে হয় ওর দিলে
জনম জনম চেয়ে থাকি
নির্ণিমেষ নয়নে যুগ যুগ ধরে
নয়নে নয়ন রাখি।

হাসি হাসি মুখ খুশি শুখি বুক
চঞ্চল দুটি আঁখি
মনে হয় ওর সাথে দুটি কথা বলি
কাছে নিয়ে আসি ডাকি।

ওর কাছে আমি যতক্ষণ ছিলাম
শুধু ওকেই আমি দেখেছি,
আর কিছু দেখিনি, আর কিছু শুনিনি
শুধু ওকে আমি মনে রেখেছি।

আরও পড়ুন

নিঝুম

নিঝুম

তুমি নাই

তুমি নাই

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।