ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ ॥ নিহত-৪, আহত-৫০, হচ্ছে মামলা

ডেস্ক রিপোর্ট ॥ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সংঘষের ঘটনায় সচিবালয়ে বুধবার সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা। তবে সকালে ৩ জন নিহতের খবর পাওয়া যায়। নিহত ওই ৩ জনকে নিজের পক্ষের লোক বলে দাবি করেছিল সাদ ও জুবায়েরপন্থিরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে ৪ জন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাদপন্থিরা’ এবার ইজতেমা করতে পারবে কি-না তা নিয়ে বিবদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক। এ ছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।