লিভার ক্যান্সারে মারা গেলেন ইব্রাহীম পাটোয়ারী

স্টাফ রিপোর্টার ॥ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন ইব্রাহীম পাটোয়ারী। তিনি রবিবার (১৫ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শ্বশুর বাড়ী (ইলিশা চর আনন্দ)-এ মৃত্যু বরণ করেন। ইব্রাহীম দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস ক্যান্সারে ভুগছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী, ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা শেষে তাকে তার শ্বশুর বাড়ীর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ভোলায় দলিল লিখক এর কাজে নিয়োজিত ছিলেন। ইব্রাহীম রাজাপুর এলাকার চরমনসা গ্রামের কাঞ্চন আলী পাটোয়ারীর ছেলে।