সর্বশেষঃ

মনপুরায় ৩ যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে ৩ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররার ৩ টায় উপজেলার হাজিরহাট ও বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাদের গ্রেফতার করা হয়। পরে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ অলি উল্যাহ (৫৬), ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরনবী ফরাজী (৪৫) ও হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ অলি। এদের সবার বাড়ি উপজেলার কলাতলী ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, পুলিশের উপর এ্যাসল্ট মামলায় পলাতক আসামী ৩ যুবলীগ নেতাকে আটক করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই মামলায় অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।