মনপুরায় ৩ যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে ৩ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররার ৩ টায় উপজেলার হাজিরহাট ও বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাদের গ্রেফতার করা হয়। পরে দুপুর ১ টায় আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ অলি উল্যাহ (৫৬), ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরনবী ফরাজী (৪৫) ও হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ অলি। এদের সবার বাড়ি উপজেলার কলাতলী ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, পুলিশের উপর এ্যাসল্ট মামলায় পলাতক আসামী ৩ যুবলীগ নেতাকে আটক করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই মামলায় অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।