মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধ জাহাজ দর্শন করার জন্য উন্মুক্ত করেছে কোস্ট গার্ড

বনি আমিন ৷৷ ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।
নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
আর সেই মহান বিজয় দিবস উপলক্ষে,ভোলায় এই প্রথম বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধ জাহাজ *বিসিজিএস সোনার বাংলা* সকল স্তরের মানুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় ইলিশা ঘাটে।
জাহাজটি ১৬ই ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন,জাহাজটির দায়িত্বরত কর্মকতা।
জাহাজটির ভিতরে এবং বাইরের পরিবেশটি উপভোগ করার জন্য,ভোলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ এবং স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা ভিড় জমায় ইলিশা ঘাটে।