ব-দ্বীপ ফোরামের উদ্যোগে ভোলা প্রেসক্লাবে সংবর্ধনা
ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শণ করলেন চেয়ারম্যান জামিল আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলার কৃতি সন্তান ড. জামিল আহমেদ ভোলার যুব রেড ক্রিসেন্ট ইউনিটর সাথে মতবিনিময় সভা ও ইউনিট পরিদর্শন করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইউনিট পরিদর্শণ করেন। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রেড ক্রস রেড ক্রিসেন্ট মূলনীতি ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উন্নয়নে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান। সেই সাথে ভোলা ইউনিটের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং যুব স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সকল সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এগিকে যুব রেড ক্রিসেন্টের অনুষ্ঠান শেষে তিনি ব-দ্বীপ ফোরামের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোস্তফা দৌলত, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক ও আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সহ-সমন্বয়ক ও কালবেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ সাংবাদিক ও ব-দ্বীপ ফোরামের সদস্যবৃন্দ।