দৌলতখানে কর্মী সম্মেলনে মুয়াযযম হোসাইন হেলাল
ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলা জামায়াত ইসলাম আয়োজিত টাউন হলরুমে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে বৈষম্য দূর করা, দেশে ইনসাফ কায়েম করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমাদের প্রত্যাশা। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ ও লুটপাটের অস্তিত্ব থাকবে না। কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা যোগদেন।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমীর মাষ্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ কাজী হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মনির, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য মাওলানা অলিউল্লা কবির, ভোলা সদর পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ মাসুদুর রহমান, কামিয়াব প্রকাশনীর এমডি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।