সমুদ্র

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
উজ্জ্বল সমুদ্রের কুলে
যদি আমি যাই,
রাশি রাশি ঢেউ কাছে এসে বলে
প্রিয়া ভুলি নাই-ভুলি নাই।
কেন এত দেরী করে এলে ?
আমিতো ভুলিনি তোমাকে
যৌবনের উচ্ছ্বলতা নিয়ে এসে
আদর করিতে চায় আমাকে।
আমি ভয়ে ভয়ে দূরে চলে যাই
এত অফুরন্ত অনন্ত, উদ্দাম ঢেউ দেখে
যৌবনের এত চঞ্চলতা, এত চপলতা
আমারে কেবল কাছে ডাকে।
আমি হারিয়ে হারিয়ে যাই হে সমুদ্র
তোমার উত্তাল তরঙ্গের মাঝে
তোমার বিপুলতা, তোমার বিশালতা
জড়িয়ে থাকে আমার সকল কাজে।