সর্বশেষঃ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে নানা বাড়িতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ জুরায়েজ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু জুরায়েজ একই এলাকার জসিম মেম্বার বাড়ির মো. লিয়াকত হোসেন রুবেলের ছেলে।
জানা গেছে, শিশু জুরায়েজের মা-বাবা ঢাকায় থাকতেন। শুক্রবার সকালে মায়ের সঙ্গে ঢাকা থেকে লঞ্চযোগে এসে লালমোহনের ফুলবাগিচা এলাকার নানা বাড়িতে যায় সে। এর কিছু সময় পর হঠাৎ করেই ওই শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে নানা বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি গিয়ে শিশু জুরায়েজকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।