সর্বশেষঃ

ভোলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ইয়ামিন হোসেন ॥ মৃদু শৈত্যপ্রবাহের হিম বাতাসে কনকনে শীতে কাঁপছে ভোলার মানুষ। বিপর্যস্ত জনজীবন হঠাৎ প্রচ- শীতের তীব্রতায় ছড়িয়ে পড়েছে ঠান্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোলার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোলার তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে জেলার ওপর দিয়ে। ঘনকুয়াশা আর উত্তরের হিম-শীতল বাতাস শীতের তীব্রতা ক্রমেই তীব্রতর হচ্ছে। কনকনে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুপুর ১২টা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের আলো। ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে ভোলার প্রকৃতি সাথে হিম বাতাস। তীব্র শীতের কষ্টে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ।
তবুও কুয়াশা আর শীত উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে নিজ নিজ পেশায় যেতে হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। সন্ধ্যার পর কমে যাচ্ছে যানবাহন, ফাঁকা হচ্ছে শহর, বন্দর, হাটবাজারের রাস্তাঘাট। শীতের তীব্রতায় এখন ঘরমুখো মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রচ- ঠান্ডায় সর্দি, কাশি, গলাব্যথা, কোল্ড এলার্জি, বাত ব্যথা, স্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে শিশু ও বৃদ্ধরা। ভোলার অদূরবর্তী চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার এতিম অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আহ্বান করেছে অনেকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।