সর্বশেষঃ

মেহেন্দিগঞ্জে গাঁজার টাকার জন্য নিজ বসত বাড়িতে আগুন !

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ড খরকি গ্রামের মিঠুন ডালি (২৫ বছর) গাঁজার টাকা না দেওয়ায় নিজ বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আগুন যাতে নিভাইতে না পারে সে জন্য ঘরের দরজায় দা-নিয়ে দাঁড়িয়ে থাকে মিঠুন। স্থানীয় জনগণ পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়ায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় জনগণ জানান, আমরা আতঙ্কের মধ্যে আছি কখন কার ঘরে আগুন দেয় মিঠুন। পার্শ্ববর্তী প্রতিবেশী লিটন মিস্ত্রি জানান, আমার ঘর পিটাইয়া ভাঙচুর করে গাঁজা খেয়ে উলঙ্গ হয়ে থাকে মিঠুন। মাধুরী জানান, ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে বসবাস করছি আমরা। মিঠুন ডালির ওরা দুই ভাই ওর বাবা নারায়ন ডালি জীবিত নেই। ওর মা অর্জন ডালি ছেলের অত্যাচারে বড় ছেলের সাথে থাকে। স্থানীয় জনগণ আরো জানান, মিঠুন এর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজসেবক ও পুলিশের সহায়তা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।