মেহেন্দিগঞ্জে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকাল ৪টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বরিশাল জেলা উত্তর কৃষক দলে আহবায়ক নলি মো: জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন, চাঁনপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন।