সর্বশেষঃ

ভোলার চরসামাইয়া ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুদ্দিন মাতাব্বরের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মাদক ব্যবসায় বাঁধা ও প্রতিবাদ করায় চরসামাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সামছুদ্দিন মাতাব্বরের নেতৃত্বে ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সাইজুউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল শিয়ালি এবং যুবদল নেতা মোঃ আরিফসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলাকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় চরসামাইয়া বিএনপি বাজার এলাকায় ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় একটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে।
এসময় নেতাকর্মী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, সামছুদ্দিন মাতাব্বর বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে থেকে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা ইয়াবা, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার মানুষ কখনো মুখ খুলতে পারেনি। বিগত দিনে তার এই মাদক ব্যবসায় কেউ প্রতিবাদ করলে আওয়ামীলীগের যোগসাজশে হামলা ও মামলা দিয়ে হয়রানি করতো। গত ৫ আগস্টের পর সামছুদ্দিন মাতাব্বর ও তার পরিবার বিএনপি’র নাম ভাঙিয়ে চরসামাইয়া ইউনিয়নে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে একক আধিপত্য বিস্তার করছে। গতকাল পরিকল্পিতভাবে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। মানববন্ধনে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ শেষে চরসামাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল তার বক্তব্যে বলেন, ইউনিয়ন বিএনপি সভাপতি শামছুদ্দিন মাতব্বরের নেতৃত্বে আলম ডাক্তার, মিরাজ, বিল্লাল, জাফর সহ আরো ১০ থেকে ১২ জনকে নিয়ে চরসামাইয়া ইউনিয়নে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এতে করে ইউনিয়নের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হয় বলে আমি প্রতিবাদ করায় গতকাল সন্ধ্যায় আমিসহ আমার পরিবারের উপর অতর্কিত হামলা এবং বাড়িঘর ভাংচুর করে। আমি ভোলা জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং প্রশাসনের নিকট এই সন্ত্রাসী কর্মকা-ের সুষ্ঠ বিচার দাবি করছি।
চরসামাইয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ সাইজুদ্দিন বলেন, তারা আমাদের ৩টি বাসায় হামলা করেই থেমে থাকেনি। আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। আমি প্রশাসন এবং নেতৃবৃন্দের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর ন্যায় বিচারের দাবি করছি।
বিক্ষোভে থাকা একজন নারী বলেন, সামছুদ্দিন মাতাব্বর স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে তার মতাদর্শের বাহিরে থাকা বিএনপি নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিক্ষোভে চরসামাইয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নারী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চরসামাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুদ্দিন মাতাব্বরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।