সর্বশেষঃ

চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও এর বিরুদ্ধে হয়রানী ও কোর্ট অবমাননার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও এর বিরুদ্ধে হয়রানী ও কোর্ট অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে ভোলার সাধারণ আইনজীবীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কক্তার বলেন, চরফ্যাশনের কোর্ট ইন্সপেক্টর মো: মাসুম ও জিআরও আবদুস সালাম ও নুর ইসলাম দীর্ঘদিন ধরে বিচার প্রার্থী জনগণকে হয়রানী করে আসছে। বিচারপ্রার্থী মানুষকে বিভিন্নভাবে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই তিন দুর্নীতিবাজের কাছে জনগণ জিম্মি হয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। বিচারপ্রার্থী জনগণ মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবীকৃত ঘুষ না দিলে মাসের পর মাস মানুষের কাগজ ফাইলবন্দি করে রাখা হয়। মোটা অংকের ঘুষ দিলেই বিচারপ্রার্থীদের ফাইল ছাড়া হয়। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। জিআরও ও কোর্ট ইন্সপেক্টর কোর্ট অবমাননার করে অনিয়ম ও দুর্নীতি করছে। তারা স্বৈরাচার শেখ হাসিনার সরকারের এজেন্টা বাস্তবায়ন করার জন্য আদালতে বিতর্কিত করছে। তাদের কর্মকান্ড হচ্ছে আদালত ও সরকারকে বিতর্কিত করা। সেই জন্যই তারা এসব করে বেড়াচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত এই দুই দুর্নীতিবাজকে অতিদ্রুত ভোলা থেকে অপসারণ করতে হবে। আগামী ৩ দিনের মধ্যে তাদেরকে বদলি করা না হলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক ড. এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, এপিপি এডভোকেট মোঃ ইউসুফ হোসেন, দুদকের পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জিপি এডভোকেট মেজবাহুল আলম, এপিপি এডভোকেট ফয়সল রাসেল, এডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।