মেহেন্দিগঞ্জে সাবেক কৃষকদল নেতার সংবাদ সম্মেলন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ পৌর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন গাজী তার বিরুদ্ধে আনিত চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে। শনিবার রাতে জরুরী এই সংবাদ সম্মেলনে কৃষকদল নেতা তার লিখিত বক্তব্যে বলেন, গত ৬ ডিসেম্বর রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭, ৮, ৯ ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক কাউন্সিলর রাশিদা বেগম বিউটি সংবাদ সম্মেলন ডেকে আমাকে জড়িয়ে সাংবাদিক ভাইদের কাছে যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছে তাতে আমি সামাজিক ও রাজনৈনিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি দীর্ঘ ৩২ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। এটাই অনেকের কাছে চক্ষুশুল হয়েছে। তাই তারা আমার নামে মিথ্যা এবং বানোয়াট কথা বলেছে।
আমি সাবেক কমিশনার রাশিদা বেগম বিউটির কাছে কোনো চাঁদাই দাবী করিনি। আমাকে সামজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, বিএনপি নেতা গিয়াস জমাদ্দার, মৎসজীবি দল সভাপতি জেবুল জমাদ্দারসহ ৯নং ওয়ার্ডের অন্যান্যরা।