লালমোহনে ফাঁকা বসতঘরে চোরচক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ ফ্রিজের মাছ-মাংসও লুট

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় ফাঁকা বসতঘরে তা-ব চালিয়েছে চোরচক্র। এ সময় চোরচক্র বাসার আলমারি ও ওয়ারড্রব ভেঙে নিয়ে গেছে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, জামা-কাপড় এবং ফ্রিজে থাকা মাছ-মাংসও। খবর পেয়ে শুক্রবার দুপুরে ওই বসতঘরটি পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। এরআগে গত বুধবার রাতে লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রামের স্বনির্ভর সড়কের ল্যাংড়ার দোকান এলাকার প্রবাসী শাহাজান মিয়ার বসতঘরে এই চুরির ঘটনাটি ঘটে।
ওই প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আক্তার লাইজু জানান, গত এক মাস ধরে চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ছিলাম। বৃহস্পতিবার সকালে এলাকা থেকে প্রতিবেশীরা ফোন করে আমাকে জানান; ঘরের দরজা ভেঙে চুরি হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে এলাকায় এসে দেখতে পাই; ঘরের মূল দরজার তালাসহ ভেতরের আরো দুইটি রুমের দরজা ভাঙা এবং ভেতরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘরে থাকা প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, জামা-কাপড় এবং ফ্রিজ ভেঙে মাছ-মাংসসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। এরপর ঘটনাটি লালমোহন থানা পুলিশকে অবগত করি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।