ভোলার ভেলুমিয়া বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
ইয়ামিন হোসেন : ভোলার ভেলুমিয়া বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ভেলুমিয়া বাজারে জৌনপুরী হুজুরের মাঠে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় তিনি বলেন যে, “আমি অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে। কোন স্বার্থ লোভী গোষ্ঠী যদি তাদের স্বার্থ হাসিল করার জন্য আইন শৃঙ্খলার অবনতি ঘটান, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। ভোলার জেলার পুলিশ সর্বত্র জাগ্রত আছে ভোলা বাসিকে সেবা দেওয়ার জন্য। পুলিশ সুপার উক্ত স্থানে উপস্থিত জনতার সমস্যা মনোযোগ দিয়ে শুনেন ও তাৎক্ষণিকভাবে তা সমাধানের পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, অতীতের ঘটনা এড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই উক্ত স্থানে আগত সাধারণ জনতা উৎফুল্লভাবে পুলিশ সুপার এর সাথে একমত প্রকাশ করেন। তিনি মাদক, কিশোরগ্যাং,সাইবার বুলিং,নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, অনলাইন জুয়া এর ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।
মাদক বিক্রেতা,মাদক সেবী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে ভোলা জেলা পুলিশকে সহযোগিতার জন্য আহ্বান জানান এবং পরিশেষে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ভেলুমিয়া বাজার মনিটরিং করেন ও ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন।
উক্ত স্থানে উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ভেলুমিয়া ফাড়ির আইসি, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনতা।