সর্বশেষঃ

গন্ধরাজ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

 

সেদিন তোমাকে আমি সমস্ত হৃদয় ঢেলে আপ্যায়ন করেছি
অনেক অনেক আন্তরিকতা দিয়ে,
মন-মানসিকতার মুর্ত প্রতীক
এক গোছা গন্ধরাজ ফুল দিয়ে।

তার সুমধুর সুবাসে তোমার হৃদয়োকি
একটুও দোলা লাগেনি ?
একটি নিরুপায় হৃদয়ের কথা ভেবে
তোমার মনে কি একটুও শ্রদ্ধা জাগেনি ?

আমরা কত খানে যাই,
যতদিন শুকিয়ে না-যায়,
মন তার দিকে বার বার
ফিরে ফিরে চায়।

শ্রদ্ধা, ভালবাসা, ভাললাগা
দু-হাত ভরে অঞ্জলি দিয়ে,
তারে নিবেদন করি
প্রাণের আকুতি নিয়ে।

তোমার কি মন নেই ? প্রাণ নেই ?
ভালবাসা নেই ? ভাল লাগা নেই ?
অনুভব, অনুভূতি, অনুরাগ, অনুকম্পা,
অনুবেদনা নেই ?

যদি থাকত নিশ্চয় তুমি গন্ধরাজের তোড়াটা
যাওয়ার সময় নিয়ে যেতে,
নিয়ে যেতে কবিতার কলিটা
আদর কের আপন হাতে।

আরও পড়ুন

নিঝুম

নিঝুম

তুমি নাই

তুমি নাই

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।