প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ফিউজ বাল্ব” নামক পেইজ থেকে দক্ষিণ দিঘলদীর বিশিষ্ট ব্যবসায়ী, সাবাব ও মায়ের দোয়া ব্রিকস এর মালিক আমির হোসেন এর নামে জমি দখলের কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে দক্ষিণ দিঘলদীর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহকে হাত করে বিভিন্ন জায়গায় অবৈধ জমি দখল করে আসছে। ভোলা জেলা নৌ-বাহিনীর কাছে বিষয়টি নিয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে বিষয়টির প্রতি দৃষ্টিগোচর হয়েছে ব্যবসায়ী আমির হোসেনের। তিনি বলেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কু-চক্রী মহল এ মিথ্যা ও উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। আমি উক্ত উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমির হোসেন খাঁন
ব্যবসায়ী, দক্ষিণ দিঘলদী, ভোলা।