মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা দোয়া

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা দোয়া করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর এককরিয়া যুবদলের আয়োজনে চরলতা দেওয়ান বাড়ির মাঠে সোমবার দুপুরে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেহেন্দিগঞ্জ উপজেলার সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাভু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়া উদ্দিন সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের সভাপতি নলি মোহাম্মদ জামাল হোসেন, পৌরসভা কৃষক দলের আহবায়ক খন্দকার মনিরুজ্জামান (মুন্না)সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দানব সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ১৫ বছরে। জনগণের কন্ঠ রোধ করে রেখেছে বিএনপির উপর নির্যাতন চালিয়েছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীদেরকে ঘুম ও হত্যা করেছে। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দিব না।