আনমনে
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
আনমনে হেঁটে হেঁটে
পথ চলছিলাম,
হঠাৎ ছোট্ট করে
ছোট্ট সালাম পেলাম।
সচকিত হয়ে আমি
শুধু চেয়ে থাকি,
এমন সুন্দর মুখ, এত সুন্দর রূপ,
জীবনে এই প্রথম দেখি।
যেন এক গুচ্ছ সাদা গোলাপ,
এক থোকা চন্দ্র মল্লিকা,
শরতের স্নিগ্ধ গন্ধে ভরা
এক মালবিকা।
তখন দারুচিনি এলাচের
গন্ধ ভেসে আসছিলো,
মেঘমুক্ত আকাশে
চাঁদ উঠেছিল।
ছোট্ট ছোট্ট তারাগুলি
ঝিক ঝিক করে,
আমাকে বলেছিল,
ফিরে যেতে নীড়ে।
সাঁঝের আধার তখন
ঘনিয়ে এসেছে,
ক্লান্ত পাখীগুলি
নীড়ে ফিরে গেছে।
কাড়ী এসে সারা রাত
ভাল ঘুম হয়নি,
সেই মুখ, সেই রূপ,
আমি ভুলে যাইনি।
এত সুন্দর মুখ, এত সুন্দর রূপ,
আমি বলে বোঝাতে পারি না,
আমার আর কোন ভাষা নেই,
আমি আর লিখতে জানি না।