একুশে আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাস দেয়া হয়েছে। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদ-ের জন্য হাইকোর্টের অনুমোদন) ওপর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাস দেয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
লুৎফুজ্জামান বাবরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রুল যথাযথ ঘোষণা করে সব আসামিকে খালাস দেয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, নিম্ন আদালত যে অভিযোগ গঠন করেছে সেটি ছিল অবৈধ। আইনের ভিত্তিতে এ অভিযোগ গঠন হয়নি। একই সঙ্গে বলা হয়েছে, কোনো এক সাক্ষীর সঙ্গে অপর সাক্ষীর সম্পর্ক নেই। শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে এই সাজা দেয়া হয়েছিল। এজন্যই সকলের আপিল অ্যালাউ করে (গ্রহণ করে), ডেথ রেফারেন্স রিজেক্ট করে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সবাইকেই বেকসুর খালাস দিয়েছেন।
কোর্টের পর্যবেক্ষণে বলেছে, এ মামলায় সাক্ষীদের পরস্পর কেউ দেখেছে, কেউ সচক্ষে দেখেছে, এ ধরণের কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে তা টর্চার করে নেয়া হয়েছে। এ মামলায় মুফতি হান্নান দুটি স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। আমরা সাবমিশনে বলেছিলাম, ৪০০ বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সাজা দেয়া হয়, তার কোনো নজির নেই। আজকে আদালত বলছেন, দ্বিতীয় স্বীকারোক্তি যেটা করেছিলেন এটাও পরবর্তীতে তিনি প্রত্যাহার করেছেন। এজন্য এ স্বীকারোক্তির আইনগত কোনো মূল্য নেই।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার। আবদুস সালাম পিন্টুসহ দ-িত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। এছাড়া লুৎফুজ্জামান বাবর সহ আরও তিন আসামীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়াও বিএনপি নেতৃবৃন্দের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন, ছিদ্দিক উল্লাহ মিয়া, মাকসুদ উল্লাহ প্রমুখ।