তোমার আমার

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

এ দেশ তোমার আমার
রঙ্গিন আকাশ
ছবিল পৃথিবী
বুক ভরা নিঃশ্বাস
মুঠো মুঠো আশা
আশ্চর্য্য সবুজ এক জীভন নিয়ে
এগিয়ে যাচ্ছে জনতার জন সমুদ্র মন।

সেখানে আশা আছে,
ভাষা নেই,
দাবী আছে
অধিকার নেই,
আবর্জনা আবিলতায় ভরানো মনে
অসম্ভব স্বপ্ন নিয়ে এগিয়ে যাই
তোমরা আমরা সব।

ভালো লাগার রামধনু রংয়ে
গড়ে তুলতে চাই
আশার হিমাদ্রি
সাগর সেচে যদি পাই মুক্তো মানিক প্রবাল,
ডুবুরি হয়ে দেখব
শিল্পী হয়ে যদি আঁকি
কবি হয়ে লিখব,
সৈনিক হয়ে যুদ্ধ করে
জয়ের নেশা ভুলব
বিশ্বের মাজে শ্রেষ্ঠ করে
আমার দেখকে তুলব।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।