আজীবন বৃদ্ধাশ্রমে বিনামূল্যে মরদেহ দাফনের সামগ্রী দেবেন লালমোহনের শওকত আরিফ
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ‘লাস্ট ড্রেস বাই শওকত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন ভোলার লালমোহন উপজেলার মো. শওকত আরিফ নামে এক ফ্যাশন ডিজাইনার।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বরিশাল সদরের কাউনিয়া এলাকার ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে একটি বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য মরদেহ দাফন করার প্রয়োজনীয় সামগ্রী প্রদানের লক্ষ্যে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মো. সাখাওয়াত হোসেনর সঙ্গে সমঝোতা চুক্তি করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক এবং ফ্যাশন ডিজাইনার মো. শওকত আরিফ। এদিন প্রথমবারের মতো ওই বৃদ্ধাশ্রমে ৬ সেট মরদেহ দাফনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফ্যাশন ডিজাইনার ও স্বেচ্ছাসেবী শওকত আরিফ ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের ছেলে। তিনি বলেন, আমার চাকরির বেতনের টাকা থেকে সমাজের অসহায় মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি। আমি চাই; সর্বত্র মানবতা ছড়িয়ে পড়–ক। এরই ধারাবাহিকতায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে ওই বৃদ্ধাশ্রমের কেউ মারা গেলে তাদের মরদেহ দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী প্রদান করবো। এছাড়া অন্যান্য এলাকারও অসহায় কেউ মারা গেলে তার দাফনের সামগ্রীর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করলে তাদেরকেও বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হবে।