সর্বশেষঃ

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের শুক্রবারের কর্মসূচি স্থগিত

ডেস্ক রিপোর্ট ॥ সংগ্রামী তৌহিদি জনতা আসসালামু আলাইকুম। দেশের বিদ্যমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কারিরা পরিকল্পিতভাবে দেশে ‘ইসকন’ কে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ফাঁদে যেন আমাদেরকে পড়তে নাহয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং ছাত্র-জনতার যে গৌরবোজ্জ্বল বিজয় অর্জিত হয়েছে তা যেন অক্ষুন্ন থাকে।
তাই এই মূহুর্তে আপাতত ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আগামীকাল ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার (বাদ জুমা) হাটখোলা মসজিদ চত্বরের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সকলের পরামর্শ ক্রমে স্থগিত করা হলো। সরকারের নিকট দাবি অনতিবিলম্বে ‘ইসকন’ কে উগ্রবাদী জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। সরকার ব্যর্থ হলে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় যে কোন কর্মসূচি ঘোষণা করা হবে।

আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম
সাধারণ সম্পাদক
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।