বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
মোঃ ইকবাল হোসেন ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর ভোলার বোরহানউদ্দিনে ঘুরে দাঁড়িয়েছে গত ১৭ বছর সরকারের রোষানলে কোনঠাসা হয়ে পরা বিএনপি। এখন কেন্দ্রের নির্দেশে দলকে ঢেলে সাজাতে ব্যস্ত নেতারা। অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জোর দিচ্ছে দলটি। দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ করে জাতীয় নির্বাচনের দিকেই মনযোগী নেতারা। তরই ধারাবাহিকতায় ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চলছে প্রতি মুহূর্তে বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি নেজামল হকের সভাপতিত্বে এবং বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখানে বিএনপি অত্যান্ত সুশৃঙ্খল এখানে কোন মাদকাসক্ত ব্যক্তি বা চাঁদাবাজদের ঠাই নেই। কোন চাঁদাবাজ বিএনপিতে থাকতে পারবেন না, এমন প্রমাণ কারো বিরুদ্ধে পাওয়া গেলে তাদেরকে কঠোর হস্ত দমন করা হবে। আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের ভালো ভাবে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দায়িত্ব নিয়ে কাজ করুন। আপনারা যদি ভালো থাকতে চান তাহলে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম নাসিম গাজী, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, এডভোকেট ফরিদুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, গংগাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।