সর্বশেষঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দৌলতখানে স্মরণসভা

মোঃ মিরাজ হোসাইন ॥ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ভোলার দৌলতখানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দৌলতখান উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দৌলতখানের কৃতি সন্তান শহীদ শাহিন, শাহজাহান, রিয়াজের স্মরণে তাদের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজলা জামায়াতে ইসলামীর আমির হাসান তারেক হাওলাদার, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক শাহীন হিমু, আরিফ চৌধুরী প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।