সর্বশেষঃ

হারানো বিজ্ঞপ্তি

ঢাকা গাজীপুর শালনা বাজার সুপার মার্কেট গার্মেন্টস দোকানের মালিক আবুল বাশারের কাছ থেকে মো. মাসুম (১৯) হারিয়ে গেছে। সে ভোলার দৌলতখান মহিলা মাদ্রাসার দপ্তরি মো. নূরুল আমিন আনু মুন্সীর ছেলে। মাসুম গাজীপুর দোকানে দোকানে রোল বিক্রি করত। ২৯ অক্টোবর ঝগড়া করে বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজ করে কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আবুল বাশার সম্পর্কে আনু মুনসীর ভায়রা। এ ব্যাপারে জয়দেবপুর সদর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৯৩, তারিখ: ৩-১১-২৪। যোগাযোগ : নূরুল আমিন আনু মুন্সী, ০১৭৩৬২৭৩৭০৭।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।