জন্ম প্রশ্ন ?

ড. তাইবুন নাহার রশীদ
মাগো-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?
কেন মা আমি মেয়ে হয়ে
জন্ম নিলাম-মা ?
মাগে-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?
অনেক বড় হলে, লেখা-পড়া শিখে
চাকুরী বাকরি নিয়ে,
তোকে নিয়ে ঘুরতাম ফিরতাম
দেশ-বিদেশে গিয়ে।
তেপান্তরের মাঠ পেরিয়ে
সাত সমুদ্রের পাড়ে গিয়ে
অনেক টাকা কড়ি কামাই করে
থাকতেম তোকে নিয়ে।
তোকে আর বাবাকে আমি
কাছে কাছে রেখে,
শান্তি হত, শান্তি পেতাম
তোদের দেখে দেখে।
আর জন্মে-মা আমি যদি,
ছেলে হয়ে জন্ম লাভ করি,
দেখব আমি তোদের জন্য কিছু কর্তে কিনা পারি।
বাবা-বড় ভালবাসতেন-
বিস্কুট, ফল-ফলারি খেতেন,
দিনে খেতেন সামান্য ভাত,
ফল খেতেন রাতে।
তুই মা বড় ভালবাসতিস
আমার হাতের রান্না,
আজ সে সব কথা মনে হলে
পায় যে আমার কান্না।
তোরা মা আজ কত দূরে,
মৃত্যুর পরপারে,
আমার মন তোদের আজ
ডাকছে বারে, বারে।
মাগো-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?
কেন মা আমি মেয়ে হয়ে
জন্ম নিলাম-মা ?
মাগো-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?
বাবার মুখে হাসি দেখে,
ঝরতো আমার হাসি মুখে,
বাবার দুঃখ দূর করে মা,
আমার শান্তি হত বুকে।
তোর জন্য মা আনতেম কত
রং বে-রংয়ের শাড়ী,
কামাই করে আনতেম কত
অনেক টাকা-কড়ি।
মাগো-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?
কেন মা আমি মেয়ে হয়ে
জন্ম নিলাম-মা ?
মাগো-আমি কেন ছেলে হয়ে
জন্ম নিলাম না ?