ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
ভোলায় ১শ’ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ
স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ।
পরিবেশের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত ভ্রাম্যমান আদালত ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট সংলগ্ন পশ্চিম চরকালী এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় মোবাইল কোর্ট বাপ্তা বুড়ির মসজিদ একলাকার বাসিন্দা মোঃ মাইন উদ্দিনের ছেলে মোঃ হাসান (১৯) কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। এ সময় অসাধু ব্যাবসায়ী হাসানের দোকান থেকে আনুমানিক ১শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানা পুলিশের একদল সদস্য।