বাঁচতে চায় কুরআনের হাফেজ ভোলার ছেলে সোলাইমান

ইয়ামিন হোসেন ॥ পবিত্র ৩০ পাড়া কোরআনের হাফেজ সোলাইমান আরমান বাঁচতে চায়। লিভারে (ক্রনিক পেন ক্রিয়া টাইটিস) জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাফেজ সোলাইমান ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক হতদরিদ্র পরিবারের সন্তান। বাবা থেকেও নাই। ২ বোন ও মাকে নিয়ে হাফেজ সোলাইমান আরমানের সংসার। মায়ের স্বপ্ন অনুযায়ী হাফেজ হয়েছে সোলাইমান।
হাফেজ হয়ে যখন কোরআনের আলো ছড়িয়ে দিবে সোলাইমান, ঠিক তখনই জটিল রোগে আক্রান্ত হন তিনি। ঢাকা বসুন্ধরা এলাকার একটি ঐতিহ্যেবাহী মাদ্রাসা থেকে হাফেজ হওয়া সোলাইমান বাংলাদেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসক বলেছে ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে হবে, কিন্তু নুন আনতে পান্তা ফুরানো সোলাইমানের পক্ষে কি আদৌ সম্ভব ? তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সামর্থ্য অনুযায়ী কোরআনের এ পাখির পাশে দাঁড়ানোর আহ্বান করেছে তার পরিবার। সোলাইমান আরমানকে সহযোগিতা পাঠানোর ঠিকানা : ০১৬১২০৩৬৬৫৯ (বিকাশ, নগদ, রকেট- পারসোনাল)। ব্যাংক একাউন্ট : ০৬৮১১২০১৮৮৮০৬ (আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, ভোলা শাখা-বাংলাদেশ)।