একগুচ্ছ সাদা গোলাপ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
শুধু এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে আমি
গিয়েছিলাম শহীদ মিনারে,
দরকার নেই আমার লাল গোলাপের,
দরকার নেই আমার মিছিলের,
শ্রদ্ধায় ভালবাসায় দাঁড়িয়েছিলাম শহীদ মিনারের কিনারে।
অনেক অনেক বছর আগেওত আমি
শহীদ মিনারে গিয়েছি,
স্নেহ মায়া মমতায়, গভীর রাতে নগ্ন পায়ে,
রজনীগন্ধার অবক রেখেছি।
তখন-ত দেখিনি এত মানুষের ভীড়,
এত রাজনীতির খেলা,
এত হানা-হানি, দৃষ্টি কটু
বোমাবাজির মেলা।
কোথায় বরকত, ছালাম, জব্বার, রফিক,
কোথায় শ্রদ্ধা, কোথায় ভালবাসা,
কোথায় স্বপ্ন, কোথায় আশা,
কোথায় আমাদের বাংলাভাষা ?
বায়ান্ন সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের
স্মৃতির উদ্দেশ্যে আমরা মায়েরা, বোনেরা
ভাইয়েরা, রক্ত দিয়ে প্রাণের,
গড়েছিলাম প্রেমের শহীদ মিনার।
আজ কোথায় সেই শহীদ মিনার ?
দাঁড়িয়ে আছে শ্রদ্ধার স্তম্ভ,
রাজনীতিবিদদের গায়ে ফুল ছড়ায়,
দেখায় তাদের দম্ভ।
রাজনীতিবিদদের ছবি ঝুলিয়ে রাখে,
শহীদ মিনারের মাথায়,
কোন রাজনীতিবিদ কার কত প্রিয়
ঝগড়া লড়াই করছে কথায় কথায়।
তবু কেন অন্ধকারে আমি হাতরে হাতরে বেড়াই,
খুঁজি বাহান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের,
খুঁজি বরকত, ছালাম, জব্বার, রফিক,
আমার সোনার বাংলার, সোনার ছেলেদের।