সর্বশেষঃ

স্বপ্ননীলের দেশ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

স্বর্ণশিলা রক্তনীলা,
স্বপ্ন নীলের দেশ
মনিমুক্তো কাঞ্চনের স্বপ্নঝরা
রাঙ্গামাটির দেশ।

যেখানে আকাশে হেলান দিয়ে
পাহাড় ঘুমায়
স্বচ্ছ লেকের জলে
চাঁদ ঝিমায়।

অবারিত জলধারা
গহীন পাহাড় ঘেরা,
নিষ্ফারিত নয়নে
দেখে হই আত্মহারা।

সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব,
গল্প হারিয়ে যায়, কবিতা মুছে যায়,
গান বিরহে কাঁদে,
ডাকে খালি আয় আয়।

মনে হয় আমি যেন
বেহেশতে গিয়েছিলাম,
খোদার মহিমায় শান্তির সুষমায়
বেহেশতকে কাছে পেয়েছিলাম।

আরও পড়ুন

নিঝুম

নিঝুম

তুমি নাই

তুমি নাই

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।