লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮.৩০মিনিটে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহীন।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। আমরা সবাই তার কর্মী। তাই কর্মী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা মেজর হাফিজের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা মেজর হাফিজের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে।
লালমোহন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, পৌরসভা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ফোরকান, লালমোহন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্য মাওলানা মো. এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।