বোরহানউদ্দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাবেশ
মনিরুজ্জামান : ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশ ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান- উজ্জামান। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় আরোও বক্তব্য রাখেন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল হালিম,আলিয়া মাদরাসার অধ্যক্ষ এএইচএম আহমেদ উল্লাহ আনছারী,বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন আর রশিদ,হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রেজাউল করিম,প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল আহসান,বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ,কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দে,চরগংগাপুর মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান,বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বক্তারা বলেন, শিক্ষকেরা সমাজ ও জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীদের নৈতিক আদর্শ গঠনে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের শাসন থেকে অধিকাংশ শিক্ষার্থীরাই মাদকাসক্ত ও মোবাইলের গেইম আসক্ত হয়ে পড়ছে। তাই জাতি ও সমাজ গঠনে তাদের শিক্ষার মাধ্যমে সঠিক পথে ফেরাতে হবে। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠান শেষে কলেজ,মাদরাসা,মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন গুণী শিক্ষক কে সংবর্ধনা প্রদান করা হয়।