চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন

স্টাফ রিপোর্টার ॥ চরফ্যাশন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ উল্যাহ স্বপন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে দেশের ২১ জন শিক্ষা কর্মকর্তাকে অধ্যক্ষ পদে রদবদল ও নতুন পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের নিন্মবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মোহাম্মদ উল্যাহ স্বপন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের সদস্য। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্মস্থান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।