তজুমদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মো. লোকমান হোসেন, তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে উক্ত সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা একটি ইভটিজিং মুক্ত সমাজ গঠন করতে চাই, কেউ যদি ইভটিজিং বিষয়ে অপরাধী হয় তাকে আইনিভাবে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তিনি সরকারি নির্দেশনা যথাযথ পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমি পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং অনুরোধ করবো পুলিশ প্রশাসন অত্র উপজেলার চর মোজাম্মেলে একটি পুলিশ অস্হায়ী ক্যাম্প তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, এক্ষেত্রে সকলে সোচ্চার ভুমিকা রাখা অত্যাবশ্যকীয়। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা আপনাদের এবং আপনারা আমাদের জন্য সহযোগী হিসেবে কাজ করবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুর রব বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর সোনার বাংলা গড়তেচাই এর জন্য দরকার কোরআনের শিক্ষা। কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে থাকবে না কোন বৈষম্য সবাই সমভাবে তাদের অধিকার ফিরে পাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সব সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে এসেছে সামনের দিনগুলোতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা হাসান সাফা পিন্টু, নৌ-কন্টিনজেন্ট সদস্য, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, তজুমদ্দিন কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, ফায়ার স্টেশন কর্মকর্তা, তজুমদ্দিন প্রেসক্লাব ও মিডিয়া হাউজের সাংবাদিকবৃন্দ। পরিশেষে উপস্থিত বক্তাগণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।