উড়ে যাই বাংলাদেশে

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)

 

আজ মনে হয় অনন্ত আকাশে ডানা মেলে
উড়ে যাই বাংলাদেশে,
যেখানে এখন শরতের কাঁশবন
চামর দোলায় হেসে হেসে।

যেখানে এখন রাতের শিশিরে
শিউলি ঝরিয়া যায়,
স্নিগ্ধ সমীরণে আপন মনে
ভোরের পাখি গান গায়।

যেখানে এখন বড় বিলের বুকে
জল পদ্ম ফুটে থাকে,
উদাস দুপুরে নিদাঘ রাতে
ডাহুক-ডাহুকী ডাকে।

যেখানে এখন উজান গাংঙ্গের মাঝে
ভাটিয়ালী গান গায়,
কচুরী পানার মিঠে মিঠে ফুল
শাপলা বনে চাঁদ ডুবে যায়।

যেখানে এখন সোনার ধান
সোনায় সোনায় ছেয়ে আছে,
সরা ক্ষেত ক্ষেতে ধানের মঞ্জরি
গুঞ্জরি ডাকিছে কাছে।

যেখানে এখন শুকনো পথ-ঘাট
ঝর ঝরে দিনগুলি,
গাছে গাছে ফুল, গাছে গাছে পাখী
ডাকছে বুলবুলি।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।