ভোলায় অধ্যাপক আশ্রাফ আলী আকন

আমরা আর কোন চোর-ডাকাতকে ক্ষমতায় দেখতে চাই না

ইয়ামিন হোসেন ॥ ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে, এ বাংলাদেশে আর কোন চোর-ডাকাতকে ক্ষমতায় দেখতে চাই না। এবং কোন চোর-ডাকাতদের আসতেও দেয়া হবে না। শনিবার বিকালে পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে নিজাম উদ্দিন স্কুল মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী আন্দোলনে কোন চোর-ডাকাত নেই। একটি শান্তির দল এবং সৎ নেতা পীর সাহেব চরমোনাই। তিনি অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, গত ৩ মাসে আপনিসহ অন্য উপদেষ্টাদের কোন বদনাম বের হয়নি। আশা করি এ দ্বারা অব্যাহত রাখবেন। আর যদি কথা রাখতে না পারেন, তাহলে ছাত্র-জনতা আপনাদের বিপক্ষে চলে যাবে।
আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা মানুষের বাক-স্বাধীনতা ও ভোটারধিকার হরন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলেও জানান আশ্রাফ আলী আকন। কেন্দ্রীয় এই সিনিয়র নেতা বলেন, এ দেশের জনগণকে ধন্যবাদ জানাই তারা যাদের যোগ্য মনে করে তাদের ক্ষমতায় বসায়, যাদের ঘৃণা করে তাদের চৌদ্দ হাত মাটির নিচে ডুবিয়ে দেয়। এ দেশের নেতারা খারাপ, জনগণ ভাল।
গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা বলেন, গত আওয়ামীলীগের আমলে ভোলায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। ভোলাবাসীর স্বপ্ন ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হয়নি ভোলার দীর্ঘ বছরের শাসক গোষ্ঠীর জন্য।
ভোলা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা আরো বলেন, ভোলা-বরিশাল সেতু তালিকায় ৪ নাম্বারে থাকলেও বাস্তবায়ন হয়নি। শুধু আমাদের রাজনৈতিক নেতারাকে কি দায়িত্ব নিবেন, কে বালু দিবেন এসব ব্যক্তি স্বার্থের জন্য। ভোলার গ্যাস চলে যাচ্ছে, কিন্তু সেতু হচ্ছে না। এ সেতু বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে।
পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা (উত্তর)’র সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান।
পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন এর ভোলা জেলার সভাপতি ও পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।