মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় উপজেলা বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথকভাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করে। এই সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় যুবদলের সাধারনণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির একটি গ্রুপ সদর হাজীরহাট বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মিজান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরাম কবির সহ অন্যান্যরা।
পরে চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত বিএনপির অপর গ্রুপটি হাজীরহাট বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করে। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জিয়া, মোঃ খোকন, স্বোচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আবদুর রহমান, মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও উপজেলা মৎস্যজীবি দলের সম্পাদ মোঃ মোস্তফা সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।