ভোলায় পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা
ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরের মনোহরিপট্টিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জানা গেছে, সরকার বাজারে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোলা পরিবেশ অধিদপ্তর শহরের মনোহরিপট্টিতে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। এ সময় মেসার্স বিল্লাল স্টোর এর সত্ত্বাধিকারী বিল্লালকে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তার দোকান থেকে ৬৯ কেজি পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন ভোলা মডেল থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যবৃন্দ। বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোলা পরিবেশ অধিদপ্তরের লোকজন।