চরফ্যাশনে সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খ-মিছিল নিয়ে নেতাকর্মীরা চরফ্যাশন সদরের ফ্যাশনস্কয়ারে সভাস্থলে একত্রিত হয়। এসময় নুরুল ইসলাম নয়নের পক্ষে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে চরফ্যাসন পৌর সদর ও ফ্যাসন স্কয়ার।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে উপজেলার ২১ ইউনিয়নের নেতাকর্মীরা খ-খ- মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চরফ্যাশন অবস্থান নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানিয়ে নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীরা র‌্যালী ও সমাবেশ অংশ নেন। এ সময় মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন চরফ্যাশনের পৌর সদর।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ এডভোকেট রুহুল কুদ্দুস, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহম্মেদ কমল, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুক কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা যুবদল নেতা ও শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, পৌর যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাশেদুল হাসান নয়নসহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ওলামাদল, তাঁতীদল, মৎস্যজিবীদল, কৃষকদলসহ উপজেলা বিএনপির অংঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।