চরফ্যাশনে সংহতি দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ
চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খ-মিছিল নিয়ে নেতাকর্মীরা চরফ্যাশন সদরের ফ্যাশনস্কয়ারে সভাস্থলে একত্রিত হয়। এসময় নুরুল ইসলাম নয়নের পক্ষে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে চরফ্যাসন পৌর সদর ও ফ্যাসন স্কয়ার।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে উপজেলার ২১ ইউনিয়নের নেতাকর্মীরা খ-খ- মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চরফ্যাশন অবস্থান নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানিয়ে নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীরা র্যালী ও সমাবেশ অংশ নেন। এ সময় মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন চরফ্যাশনের পৌর সদর।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ এডভোকেট রুহুল কুদ্দুস, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহম্মেদ কমল, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুক কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা যুবদল নেতা ও শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, পৌর যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাশেদুল হাসান নয়নসহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ওলামাদল, তাঁতীদল, মৎস্যজিবীদল, কৃষকদলসহ উপজেলা বিএনপির অংঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।