লালমোহনে জেলে কার্ড করানোর নামে অর্থ হাতানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে জেলেদের নামে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল এর বিরুদ্ধে।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন বেল্লাল অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে গ্রাম আদালতের সহকারী মো: রুবেল ১৩ জন জেলের কার্ড করিয়ে দিবে বলে ২৬ হাজার টাকা নেন। জনপ্রতি ২হাজার করে টাকা তাকে প্রদান করি। বেল্লাল আরো বলেন, টাকাগুলো আমি নিজে এবং আমার মায়ের মাধ্যমে রুবেলের কে দিয়েছি। যাদের কার্ডের জন্য টাকা দিয়ছি, তাদের নামে কার্ড না হওয়ায় টাকা ফেরত চাচ্ছেন তারা। তাই রুবেলের কাছে আমি ও মা একাধিকবার টাকা ফেরত আনার জন্য গেলেও সে এখন আর আমাদেরকে পাত্তা দেয়না।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম আদালতের প্রকল্পটি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরও ইউনিয়ন পরিষদে বসে থেকে বিভিন্ন নিবন্ধন, কার্ডসহ নানা সুবিধার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন রুবেল। এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল বলেন, আমি বেল্লালের কাছ থেকে কোনো টাকা নেইনি। এদিকে বেলালের সাথে টাকা নেয়ার বিষয়ে রুবেলের কথোপকথনের একটি রেকর্ড সাংবাদিকের এসে পৌঁছেছে। যেখানে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ নেয়ার বিষয়টি কথোপকথনের মধ্যে উল্লেখ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।