ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম তৈরীতে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের ফল ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুস্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম শিকদার।
উপজেলা কৃষি কমৃকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবীর, জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক আলী আজম শরিফ, এ এফ এম শাহাবুদ্দিন ও প্রকল্প আঞ্চলিক সমন্বয়ক মেহের মালিকা। প্রশিক্ষণ শেষে কৃষাণ-কৃষাণীদের মাঝে পুস্টি গ্রাম গড়তে প্রতি জনকে ১৪ প্রকার ফল ও ঔষধি, ৮ প্রকার শবজি বীজ ও ৩ ধরনের সার ৭৮ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়।

এ ছাড়াও ফলের একক বাগান গড়তে ১০ জনকে মাল্টা চারা বিতরণ করা হয়। খাদ্য ও পুস্টি নিরাপত্তায় যত ধরনের ফলের প্রয়োজন সবই পুস্টি বাগানে থাকবে বলে জানান বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম শিকদার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।