ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দেশে ফেরায়
ভোলায় গোলাম নবী আলমগীরকে পৌর বিএনপির ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাৎ শেষ দেশে ফেরায় ভোলা পৌর বিএনপির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনিপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় নেতা-কর্মীরা বক্তব্যে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলের অগ্রগতি নিয়ে আলাপ করা হয়। তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের পরামর্শ অনুযায়ী ভোলায় বিএনপির ভূমিকা আরও দৃঢ় হবে এবং কর্মীরা নতুন উদ্যমে কাজ করবে।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ভোলায় বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ করব। গণমানুষের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। সব শেষে তিনি সকল নেতা-কর্মীকে ধন্যবাদ এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।