মেহেন্দিগঞ্জ মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ আন্ত চরহোগলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩টায় মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চানপুর একাডেমি বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করার জন্য শত শত দর্শক মাঠের চারপাশে ভীড় জমায়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় মোহামেডানের স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির নেতৃবৃন্দ। উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।