বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
বাফুফের “নতুন সভাপতি” তাবিথ আউয়াল
স্পোর্টস ডেস্ক ॥ ফলাফলটা ছিল প্রত্যাশিত। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। আর এতেই কার্যত শেষ হয়ে গেল কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্বের অবসান। আগেই সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় ছিল সময়ের ব্যাপার। তিনি ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ক্রীড়া সংগঠক এ এফ এম মিজানুর রহমান পান মাত্র ৫ ভোট।
শনিবার রাজধানীর একটি হোটেলে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। এর আগে, দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে সবমিলিয়ে ২১টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়াই করেন।