ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
রক্তঝরা দিনগুলি : পর্ব-১১
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), (গত পর্বের পর) :
একগুচ্ছ সাদা গোলাম
শুধু একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে
আমি গিয়েছিলাম শহীদ মিনারে।
দারকার নেই আমার লাল গোলাপের
দরকার নেই আমার মিছিলের,
শ্রদ্ধায় ভালোবাসার,
আমি গিয়ে দাঁড়িয়েছিলাম শহীদ মিনারের কিনারে।
অনেক অনেক বছর আগেও তো
আমি শহীদ মিনারে গিয়েছি
¯েœহ, মায়া, মমতায় গভীর রাতে নগ্ন পায়ে
রজনীগন্ধার স্তবক রেখেছি।
তখন তো দেখিনি এত মানুষের ভীড়।
এত রাজনীতির খেলা
এত হানাহানির দৃষ্টিকটু
বোমাবাজির মেলা।
কোথায় বরকত, সালাম, জব্বার, রফিক
কোথায় শ্রদ্ধা, কোথায় ভালোবাসা ?
কোথায় স্বপ্ন, কোথায় আশা
কোথায় আমাদের বাংলা ভাষা ?
বায়ান্ন সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের
স্মৃতির উদ্দেশ্যে আমরা মায়েরা, বোনেরা, ভাইয়ের রক্ত দিয়ে প্রাণের
গড়েছিলাম প্রেমের শহীদ মিনার।
আজ কোথায় সেই শহীদ মিনার ?
দাঁড়িয়ে আছে শ্রদ্ধারস্তম্ভ
রাজনীতিবিদদের গায়ে ফুল ছড়ায়,
দেখায় তাদের দম্ভ।
রাজনীতিবিদদের ছবি ঝুলিয়ে রাখে
শহীদ মিনারের মাথায়,
কোন রাজনীতিবিদদের কার কত প্রিয়
ঝগড়া-লড়াই করছে কথায় কাথায়।
তবু যেন অন্ধকারে আমি হাতরে হাতরে বেড়াই
খুঁজি বায়ান্ন সালের ভাষা আন্দোলনের শহীদদের
খুঁজি বরকত, সালাম, জব্বার, রফিক,
আমার সোনার বাংলার সোনার ছেলেদের।
(চলবে———)