বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমোহনে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোসা. জান্নাত বেগম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জান্নাত বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম। এ সময় খেলার ছলে দৌঁড়ে রাস্তার ওপর চলে যায় সে। তখন দ্রুত গতির একটি অটোরিকশা শিশু জান্নাতকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা সদর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত বেগমকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।