বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
লালমোহনে ইউএনও-ওসি’র সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার পৃথক পৃথকভাবে এ মতবিনিময় করেন তারা। এদিন দুপুরে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) কক্ষে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের নেতারা সরকারের সব ধরনের অনুদান সুষ্ঠুভাবে বন্টনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য ইউএনও এবং ওসির কাছে অনুরোধ জানান। এছাড়াও সুন্দর এবং সুশৃঙ্খল একটি উপজেলা গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য এই দুই কর্মকর্তার প্রতি আহ্বানও জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।